Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নমানের পণ্যে ‘ম্যানেজ’ করার দিন শেষ: শিল্পমন্ত্রী


২০ মে ২০১৯ ১৬:২৩

ঢাকা: পণ্যের মান নিয়ন্ত্রণ বা নিম্নমানের পণ্যের ক্ষেত্রে ‘ম্যানেজ করার’ দিন শেষ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার (২০ মে) দুপুরে রাজধানীর বিএসটিআই ভবনে আন্তর্জাতিক মান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এবারে প্রতিপাদ্য ছিল ‘আন্তর্জাতিক পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম’।

বিজ্ঞাপন

সম্প্রতি বিএসটিআই কর্তৃক ৫২টি পণ্য নিম্নমানের প্রমাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘ভোক্তা অধিকার রক্ষায় সকলের সচেতন হওয়া দরকার। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিএসটিআই সবাইকে নাড়া দিয়েছে। বিএসটিআইয়ের প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থা বেড়ে গেছে।’

বিএসটিআইয়ের কার্যক্রম ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের অনেকেই জানতো না যে, এগুলো নিম্নমানের সামগ্রী। তারা কিন্তু এখন নড়েচড়ে বসেছে। এক সময় ছিল ম্যানেজ করার সুযোগ, এই ম্যানেজ করার সুযোগ চলে গেছে। ম্যানেজ করার আর কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ সময়টা চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এ ক্ষেত্রে জিরো টলারেন্স। জনগণের কাছে আপনাদের সম্মান বেড়ে যাচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘মানসম্মত টেস্টিং ইউনিটগুলো করে দেওয়া হবে, সেগুলা দিয়ে আপনারা প্রতিটি জেলা ও উপজেলায় এবং বিভাগে পৌছে যাবেন। ইতোমধ্যে আমরা আমাদের সাধ্যমত উন্নতমানের গবেষণাগার করে দিয়েছি আরও করবো।’

বিজ্ঞাপন

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার বা বৈঠকের মাধ্যমে পণ্যের মান নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রচার-প্রচারণার মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। প্রতিটি জেলা উপজেলায় অফিস স্থাপন করতে হবে। যদি তা সম্ভব হয় তাহলে ওজন ও মান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

শিল্প সচিব আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসটিআইয়ের মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন।

সারাবাংলা/ইএইচটি/এমআই

নিম্নমানের পণ্যে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর