Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাল্টে গেল কিলোগ্রামের সংজ্ঞা


২০ মে ২০১৯ ১৯:১৮

কিলোগ্রাম

নতুনভাবে সংজ্ঞায়িত হল কিলোগ্রাম। সোমবার (২০ মে) থেকে কিলোগ্রাম সংজ্ঞায়িত হবে প্ল্যাঙ্ক’স কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবকের সাহায্যে। যার মান ৬.৬২৬০৭০১৫ x ১০-৩৪ (মিটার)২ কিলোগ্রাম/সেকেন্ড। এ খবর দিয়েছে সিএনএন।

এত দিন ধরে, প্যারিসের উপকণ্ঠে সেইন্ট ক্লাউডে রাখা প্লাটিনাম-ইরিডিয়ামের তৈরি একটি সিলিন্ডারের সাহায্যে কিলোগ্রামের ওজন মাপা হতো। সিলিন্ডারটি এখনো সেখানেই রয়েছে। ১৩০ বছর ধরে এটাই ছিল এক কিলোগ্রামের মাপ।

বিজ্ঞাপন

কিন্তু প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুতে তৈরি এক কিলোগ্রাম ভরটি ১৩০ বছরে ৫০ মাইক্রোগ্রামের মতো কমে গেছে। যার ফলে এই মান ব্যবহার কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এই অসুবিধা আটকাতেই পদার্থবিদ্যার কিছু ধ্রুবক সংখ্যার সাহায্য নেওয়া হচ্ছে পরিমাপের সংজ্ঞায়। বিজ্ঞানীরা কিলোগ্রামের এমন সংজ্ঞা দিচ্ছেন যাতে মাপটি চিরকালীন থাকে। পার্থিব বস্তুকে মান হিসেবে না ধরে প্রাকৃতিক মান নেওয়া হচ্ছে।

এই সংজ্ঞার বিষয়ে গত নভেম্বরেই বিজ্ঞানীরা একমত হন। সোমবার বিশ্ব মেট্রোলজি ডে থেকে সংজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

তবে সাধারণ মানুষের জীবন যাপনে এ পরিবর্তনের তেমন প্রভাব পড়বে না। দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে কিলোগ্রাম পাথর দিয়েই মাপা হবে।

সারাবাংলা/আরএ

কিলোগ্রাম প্যারিস সংজ্ঞা

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর