Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিজ্ঞান কলেজে পড়া যাবে বিনামূল্যে


২০ মে ২০১৯ ২০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছর প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১০০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। তারা পাবেন এ কলেজে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ। পাশাপাশি এই শিক্ষার্থীরা কলেজের অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

প্রতি বছরই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করতে এই উদ্যোগ নিয়ে থাকে চট্ট্রগ্রাম বিজ্ঞান কলেজ কর্তৃপক্ষ। প্রতিবছরই একটি নির্দিষ্ট নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ তৈরি করে দেওয়া হয়। গত বছর যেসব শিক্ষার্থী ১ হাজার ৫০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হয়েছিল। কলেজটিতে বর্তমানে অন্তত ২০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ জাহেদ খান বলেন, ১৯৯৮ সাল থেকে শিক্ষা নিয়ে কাজ করি। অর্থের জন্য কোনো শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে না সেটি আমি মানতে পারি না। আমি বিশ্বাস করি মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে দিতে প্রতিটি শিক্ষকের কাজ করা দরকার। আমি দায়বোধ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করি। তাই প্রতি বছর ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করি। মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা পয়সায় পড়াশোনার সুযোগ থাকবে।

সারাবাংলা/আরএ

উত্তীর্ণ চট্টগ্রাম বিজ্ঞান কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর