Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারফেক্ট ইলেকশন হয়েছে: প্রণব মুখার্জি


২১ মে ২০১৯ ১১:২০

ভারতে ১৭তম লোকসভা নির্বাচন যথাযথ ও প্রশংসনীয় হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। সুষ্ঠু নির্বাচনের আয়োজন করায় তিনি নির্বাচন কমিশনেরও প্রশংসা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমসের খবরে একথা বলা হয়েছে।

প্রণব মুখার্জি বলেন, যদি ভারতীয় গণতন্ত্রের সফলতার কথা বলতে হয় তাহলে সুকুমার সেন থেকে শুরু করে বর্তমান সব ইলেকশন কমিশনারের কথাই বলতে হবে। তাদের সমালোচনা করা উচিত নয়। এই নির্বাচন যথাযথ (পারফেক্ট) হয়েছে।

আরও পড়ুন: মোদি জিতবে: বুথ ফেরত জরিপের দাবি কতটা সঠিক?

প্রসঙ্গত, ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন পরিচালনায় ভুল-ভ্রান্তি ও পক্ষপাতিত্বের অভিযোগে তুলেছে নির্বাচন কমিশনের দিকে। দলগুলোর তীব্র সমালোচনার মুখে প্রণব মুখার্জি নির্বাচন কমিশনের পক্ষ হয়ে এই মন্তব্য করলেন।

১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলা লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। বুথ ফেরত জরিপে ধারণা করা হচ্ছে আবারও ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোট।

সারাবাংলা/ এনএইচ

প্রণব মুখার্জি ভারত লোকসভা নির্বাচন ২০১৯

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর