Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে পথের ধারে মিলল গুলিবিদ্ধ মৃতদেহ


২১ মে ২০১৯ ১২:০৪ | আপডেট: ২১ মে ২০১৯ ১২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ: ঝিনাইদহের মহশেপুরের শ্যামকুড় এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের হায়দার আলীর ছেলে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে শ্যামকুড় গ্রামের রাস্তার ধারে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, সকালে শ্যামকুড় গ্রামের রাস্তার ধারে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে শফিকুলের মৃতদেহটি উদ্ধার করেন। পরে সেটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, শফিকুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে সেটি এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

মহেশপুর থানা মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর