Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার মুক্তি চেয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল


২১ মে ২০১৯ ১৫:২৫

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২১ মে) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে দুপুর আড়াইটার দিকে মিছিলের ছবি ও সংবাদ বিবরণী পাঠিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমে।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ (মঙ্গলবার) সকাল ১১টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে চার বারের প্রধানমন্ত্রী ও গণমানুষের ভরসাস্থল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে জীবন বিপন্ন করার পাঁয়তারা করছে। দেশনেত্রীকে কারাগারে রেখে আমরা বাইরে থাকতে পারি না। তার মুক্তির জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে আওয়াজ তুলতে হবে।’

মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সিনিয়র সহসভাপতি রফিক হাওলাদার, উত্তরের সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সহসাধারণ সম্পাদক মাজহারুল হক সোহাগ, সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, তাঁতী বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মনির, সাবেক সম্পাদক মাহবুবুল আলম মন্টু, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন সেন্টু, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর কাদির ঝিলন, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন অভি, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম সুমন, মুন্সীগঞ্জ জেলার সভাপতি ইদ্রিশ মিয়াজী ভিপি মোহন, সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনোয়ার সাদাৎ সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালু, গাজীপুর জেলার সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নয়ন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, প্রথম যুগ্ম সম্পাদক মো. মতি, সাবেক কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহসম্পাদক মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন, এম জি মাসুম, সওদাতুল ইসলাম সাগির, খোরশেদ আলম পাটোয়ারী, ফয়সাল আহমেদ খান, বেলাল আহমেদ, অমিত হাসান হাফিজ, সদস্য এ বি এম মুকুল, ডা. মো. জাহিদুল কবির জাহিদ, মো. জসিম উদ্দিন, মোকসেদুর রহমান আবির, মোজাম্মেল হক মৃধা, এস এম সায়েম, সেকান্দার খান বেপারী, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সরদার, আরিফুর রহমান, ড. মো. মফিদুল আলম খান, হাজী আনোয়ার হোসেন, সরোয়ার ভুঁইয়া রুবেল, আবদুল্লাহ আল মামুন, এস এম ডালিম, মোরশেদ আলম, শাহ আলম, আনিসুর রহমান সুজনসহ স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/টিআর

খালেদা জিয়া খালেদা জিয়ার মুক্তি দাবি মিছিল স্বেচ্ছাসেবক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর