যৌতুকের দাবীতে স্ত্রীর শরীরে আগুন দেওয়ার অভিযোগ, স্বামী পলাতক
২১ মে ২০১৯ ১৭:৩৩
আশুলিয়া: আশুলিয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ মে) বেলা ১১ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, যৌতুকের দাবীতে শরীফুল ইসলাম তার স্ত্রী লাকি আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় লাকি আক্তারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শরীফুল ও লিজার প্রতিবেশীরা জানিয়েছেন, তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় শরীফকে ৮০ হাজার টাকা যৌতুক দেয় লাকি আক্তারের পরিবার। এরপর আরও ৮০ হাজার টাকা যৌতুকের জন্য লাকি আক্তারকে প্রায়ই নির্যাতন করতেন শরীফুল। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বেসেছে। সালিশদাররা যৌতুক না চাইতে বারবার শরীফুলকে সতর্কও করেছেন। কিন্তু তিনি মানেননি। পরে ঠিকই নির্যাতন করেছেন। সবশেষ স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটলো।
এদিকে এই ঘটনার পর থেকে শরীফুল ইসলাম পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/ওএম