Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ


২২ মে ২০১৯ ০৫:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাতেও দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা।

এ ঘটনায় পটুয়াখালী বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে দুই গ্রুপই এখন মুখোমুখি অবস্থানে রয়েছে এবং এ নিয়ে যে কোনো মুহূর্তে বাস টার্মিনাল এলাকায় বড় ধরনের সহিংসতা ঘটার আশঙ্কা করছেন সাধারণ বাস মালিকরা। এ ঘটনার জন্য একে অপরকে অভিযুক্ত করেছে বাস মালিক সমিতির বিবদমান দুই গ্রুপ।

বিজ্ঞাপন

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় সূত্র জানায়, বাস মালিক সমিতির কর্তৃত্ব নিয়ে বর্তমান কমিটির সভাপতি রিয়াজ মৃধা ও সাধারণ সম্পাদক গোলাম মাওয়া দুলু মৃধার সঙ্গে ওই কমিটির কার্যনির্বাহী সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম মৃধার বিরোধের জেরে পটুয়াখালী বাস মালিক সমিতিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এর জের ধরেই মালিক সমিতি এখন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর