Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন, স্কুলছাত্রের আত্মহত্যা


২২ মে ২০১৯ ০১:৩৯ | আপডেট: ২২ মে ২০১৯ ০১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সিগারেট চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন করায় রাব্বি হোসেন নামে দশম শ্রেণির ছাত্র ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২১ মে) নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

রাব্বি উপজেলার কড়ুইগাছি গ্রামের চিনিরুদ্দীনের ছেলে ও স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাব্বির পরিবারের লোকজন জানায়, খুব সকালে রাব্বি ও তার সহপাঠী জনি স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সেখানে পান বিড়ির দোকানী কচিমদ্দীন তাদের বিরুদ্ধে সিগারেট চুরির অভিযোগ এনে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয় সাবেক মেম্বর আব্দুল হান্নান ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান রেজা সেন্টু সালিশ বসিয়ে দুই ছাত্রের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বিজ্ঞাপন

এতে রাগে ও লজ্জায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাব্বি। ঘটনার পরপরই দোকানী কচিমুদ্দীন পলাতক রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাব্বির পরিবারের লোকজন মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ

আত্মহত্যা মেহেরপুর স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর