Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস চালু


২২ মে ২০১৯ ১৪:০১

ঢাকা: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন।

বুধবার (২২ মে) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাস করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সচিবালয়ে গিয়ে নামেন ওবায়দুল কাদের।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মেদ ভূইয়া জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির ১৫ টি বিলাসবহুল এসি বাস চলবে। এ রুটে যাত্রী পরিবহন সেবা পরিচালনা করবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি। এই রুটে বাসের যাত্রীসেবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-হানিফ ফ্লাইওভার – চাষাড়া-মন্ডলপাড়া পর্যন্ত।

এতে ঢাকা-চাষাড়া জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, ঢাকা- মন্ডলপাড়া ৫৫ টাকা।’
ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীরা উন্নত পরিবহন সেবা পাবে এবং যাত্রীসেবায় আরও সম্প্রসারিত হবে বলে আশা করেছে বিআরটিসির চেয়ারম্যান।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর