Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপপুরের অনিয়মের ঘটনায় নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার


২২ মে ২০১৯ ১৫:১৯ | আপডেট: ২২ মে ২০১৯ ১৫:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের বিভিন্ন কাজে অনিয়মের ঘটনায় নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২২ মে) গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী শাহাদাৎ হোসেন সারাবাংলা’কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাবনার নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে।

এর আগে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আসবাবপত্র ক্রয়ে অনিয়ম তদন্তে গত রোববার (১৯ মে) আলাদা দুটি কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

উল্লেখ্য, সম্প্রতি দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত গ্রিনসিটিতে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র কেনায় লাগামছাড়া দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হয়েছে। এছাড়া, এই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের অস্বাভাবিক বেতন ভাতাদির অনিয়ম নিয়েও প্রতিবেদন প্রকাশ হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/জেএএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর