Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দিন পর এআইইউবি শিক্ষার্থীর লাশ মিলল সেপটিক ট্যাংকে


২৩ মে ২০১৯ ১২:৩৩

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ১০ দিন আগে নিখোঁজ হওয়া শিক্ষার্থী ইসমাইল হোসেন দিসানের মরদেহের সন্ধান গাজীপুরের কামার ঝুড়ি এলাকায় পাওয়া গেছে। ওই এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী সাবাবাংলাকে  এসব তথ্য জানান ।

ওসি বলেন, সকালে খোঁজ পেয়ে মরদেহ  উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহ দু’জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দিসান বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবিতে বিএসসি শিক্ষার্থী ছিল। তার বাড়ি গাজীপুরের গাছা এলাকায়।

নিখোঁজের পর গাজীপুর ও শেরেবাংলা নগর থানায়  দিসানের পরিবার দুইটি জিডি করে।

সারাবাংলা/ইউজে/জেডএফ

নিখোঁজ মরদেহ সেফটিক ট্যান্ক