সিইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ মে ২০১৯ ০০:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেডে) একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কারখানার ভেতরে রাসায়নিক থাকায় আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিইপিজেডের এক নম্বর সড়কে ইউনিটি এক্সেসরিজ নামে একটি কারখানায় আগুন লাগে। প্রায় সোয়া একঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন।
নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিটি এক্সেসরিজ নামে কার্টন ও ফোম কারখানাটিতে লাগা আগুনের উৎস এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নেভাতে কাজ করছে।
পাঁচতলা কারখানা ভবনের পঞ্চম তলায় কার্টনের সঙ্গে রাসায়নিক থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, আগুন লাগার সময় কারখানাটির শ্রমিকরা সবাই ইফতারির পর বাইরে ছিলেন। এজন্য আগুনে হতাহত কেউ নেই।
সারাবাংলা/আরডি/টিসি