ফরিদপুরে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
২৪ মে ২০১৯ ০৩:৪১
ফরিদপুর জেনারেল হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলার কারণে ১১ মাস বয়সের এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ মে) হাসপাতালে শিশুটি মারা যায়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকের নির্দেশে ওই শিশুকে ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত নার্স গোলাপী বেগম চিকিৎসা পত্র দেখেন এবং বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলেন। কিন্তু ওষুধ কিনে আনার পর শিশুকে খাওয়াননি তিনি। তখন ওই ওয়ার্ডে কোন চিকিৎসকও ছিল না বলে অভিযোগ করেন শিশুর অভিভাবকরা।
হাসপাতালের আবাসিক চিকিৎসক গনেশ আগরওয়াল জানান, দুপুর দেড়টায় নামাজ ও দুইটায় শিফট্ পরিবর্তনের কারণে ওই সময়ের মধ্যে কিছু চিকিৎসক বাইরে থাকেন। তবে এই শিশুর চিকিৎসাপত্র লিখে দিয়েই কর্তব্যরত চিকিৎসক বাইরে গিয়েছিলেন। কিন্তু নার্স গোলাপীর অবহেলার মৌখিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ যাচাই করে দেখা হবে। অভিযোগ সঠিক হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. এনামুল হক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিসি