চট্টগ্রামে ‘গোলাগুলিতে’ ছিনতাইকারী আহত
২৪ মে ২০১৯ ১৫:১৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে এক যুবক আহত হয়েছেন। ওই যুবক সহযোগীদের নিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে একজনের কাছ থেকে তিন লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানিয়েছে খুলশী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে নগরীর খুলশী থানার ভাঙ্গারপুল এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
আহত মো. মামুন উদ্দিন (২৬) নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার জনৈক নুরুল আলমের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে জানান, গত ২১ মে বিকেলে নগরীর ঝাউতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে গণেশ সিংহ নামে একজনের তিন লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মামুন ও তার সহযোগীরা।
এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আবু জাহেদ (২৩) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাতে মামুনকে ধরতে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ওসি’র দাবি।
পাল্টাপাল্টি গুলিতে আহত মামুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
একই ঘটনায় অভিযানে যাওয়া তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি প্রনব চৌধুরীর।
সারাবাংলা/আরডি/এনএইচ