Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গবেষণায় অনুদান পেলেন বিএসএমএমইউ’র ৫৩ শিক্ষক-চিকিৎসক


২৫ মে ২০১৯ ১৮:০৮

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৫ জন শিক্ষক, একজন কনসালটেন্ট ও ৭ জন মেডিকেল অফিসারসহ মোট ৫৩ জনকে গবেষণার জন্য অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের অফিসে শিক্ষক ও চিকিৎসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।

অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। মৌলিক এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক গবেষণার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। সেই বিষয়ে খেয়াল রেখে এবং জনগণের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে জনকল্যাণধর্মী গবেষণায় প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।’

সারাবাংলা/জেএ/এটি

অনুদান গবেষণা বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর