আ’ লীগ নেতার হত্যাকারীদের শাস্তি ও সেনাক্যাম্প স্থাপনের দাবি
২৬ মে ২০১৯ ১৪:০৭
বান্দরবান: পাহাড়ে সম্প্রীতি বিনষ্টকারী সন্ত্রাসীদের গ্রেফতার, রাজবিলা এলাকায় সেনাক্যাম্প স্থাপন ও চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন পালিত হয়েছে।
রোববার (২৬ মে) সকালে বান্দরবান প্রেস ক্লবের সামনে সচেতন পার্বত্যবাসী ব্যানারে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রীতির বান্দরবানে হঠাৎ করে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী একের পর এক হত্যা, অপহরণ, চাঁদাবাজি করে সম্প্রীতি নষ্ট করছে। গত ২২ মে পৌরসভার সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যা করেছে।
বক্তারা চথোয়াই মারমার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি ও পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সেনাক্যাম্প স্থাপনের দাবি জানান।
গত ২২মে বুধবার রাত সাড়ে নয়টায় সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি চথোয়াই মং মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে শনিবার ২৫ মে দুপুরে জর্ডান পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সারাবাংলা/এমএইচ