Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট


২৬ মে ২০১৯ ১৬:১৩

ঢাকা: আদালত পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা রোববার (২৬ মে) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে। আগামীকাল (সোমবার) বিচারপতি ফারাহ মাহুবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, রিট দায়েরের পরে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী সংশ্লিষ্ট আদালতে মামলাটি উপস্থাপন করেছেন। আমরা বলে আসছি, বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে। তিনি অসুস্থ। হঠাৎ গত ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদালত স্থানান্তরের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আমরা আশা করছি, বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া ন্যায় বিচার না পেলেও এই ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ন্যায় বিচার পাবেন। মহামান্য হাইকোর্ট এই প্রজ্ঞাপন বাতিল করবেন, বলেন কায়সার কামাল।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া একজন পাবলিক ফিগার। সাবেক প্রধানমন্ত্রীর যে কোনো ট্রায়াল পাবলিকলি হওয়া উচিৎ। কেরানীগঞ্জের কারাগারের একটি রুমে কখনো পাবলিক ট্রায়াল হতে পারে না। আর কারাগারটিও ঢাকা মহানগর এলাকার বাহিরে। আইনে রয়েছে, মামলা মহানগর এলাকার ভেতরে হতে হবে।

গত ১২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে চলা নাইকো দুর্নীতি মামলাসহ বিভিন্ন মামলা বিচারে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদলত স্থাপনে প্রজ্ঞাপন জারি করে সরকার।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার রিটে দাবি করা হয়েছে সরকারের জারি করা প্রজ্ঞা সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদ বহির্ভূত। একইসঙ্গে প্রজ্ঞাপনে প্রচলিত ফৌজদারী কার্যবিধির (সিআরপিসি) ধারা ৯ এর (১) ও (২) উপধারা লঙ্ঘন করা হয়েছে।

পুরান ঢাকার পরিত্যক্ত কারাগার থেকে বিশেষ জজ আদালত-৯ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের দুই নম্বর ভবনে স্থানান্তরে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। সেই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:
কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন বাতিলে আইনি নোটিশ

সারাবাংলা/এজেড/এটি

আদালত কারাগার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার খালেদা জিয়া রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর