Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যানের ভাই!


২৬ মে ২০১৯ ১৭:২৪ | আপডেট: ২৬ মে ২০১৯ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনা: বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই আবদুল হালিমের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই এলাকার বাসিন্দা কাজেম আলী বলেন, গাছগুলোর বয়স প্রায় এক যুগ।

রোববার (২৬ মে) বিকেলে পরীরখাল বাজার এলাকার স্থানীয়রা জানান, সরকারি জমিতে বন বিভাগের রোপণ করা দু’টি গাছ কেটে নিয়ে যেতে দেখেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে পরীরখাল-নিশানবাড়িয়া সড়কে পাশে থেকে যখন একটি রেইন ট্রি ও একটি চাম্বল গাছ কাটা হচ্ছিল, তখন সেখানে আবদুল হালিম উপস্থিত ছিলেন। তিনি দাঁড়িয়ে থেকে শ্রমিকদের দিয়ে গাছ কাটিয়ে বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

সরকারি গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে জানতে আবদুল হালিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম বলেন, গাছ কেটে নেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

সারাবাংলা/এটি

ইউপি চেয়ারম্যান সরকারি গাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর