বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বন্য হাতির আক্রমণে মাছাউ মার্মা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাছাউ মার্মা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে প্রতিদিনের মতো নিজের খামার বাড়িতে যাচ্ছিলেন মাছাউ। পথে হেডম্যান পাড়ার দক্ষিণ পাশে বিলের মাঝখানে বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি। পরে সকালে স্থানীয়রা কাজে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে তার আত্বীয়-স্বজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মাছাউ মার্মার লাশ উদ্ধার করে।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মার্মা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, লাশের আশেপাশে অসংখ্য হাতির পায়ের চিহ্ন রয়েছে। তাছাড়া ওই পথে বন্য হাতির নিয়মিত যাতায়াত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনার পর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমও