Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে সংবাদকর্মীদের বেতন পরিশোধ না করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী


২৬ মে ২০১৯ ২১:৪০

ঢাকা: ঈদের আগে যেসব প্রতিষ্ঠান সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধ করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, ‘এ ব্যাপারে ডিএমপিকে গণমাধ্যম প্রতিষ্ঠান বরাবর অনুরোধ পত্র লেখারও নির্দেশ দেওয়া হয়েছে।’

রোববার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ২৪ বছরে পদার্পণ করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আশা করি এই সংগঠনটি আরও অনেক বছর সফলতার সঙ্গে পথ চলবে। সাংবাদিক ইউনিয়ন ভাগ হলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এখনো একতাবদ্ধ হয়ে তাদের কাজ করে যাচ্ছে। সাংবাদিকেরা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়, তাদের দায়িত্ব অনেক। আমি আশা করবো সংগঠনটি রাজনীতিমুক্ত থেকে এর দায়িত্ব পালন করতে থাকবে।’

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘সাংবাদিকদের জন্য চমৎকার একটি প্লাটফর্ম গড়ে দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির সঙ্গে আমার পথচলা অনেকদিনের, ভবিষ্যতেও আমি এর পাশে থাকবো।’

সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘সংগঠনটির পথচলা শুরু হয়েছিলো ৯২ জন সদস্যকে নিয়ে। আজকে এর সদস্য সংখ্যা ১ হাজার ৮০০ জন। এটি মূলত সদস্যদের সংগঠন, কারণ অন্যান্য সংগঠনে কর্মকর্তা ও সদস্যদের মধ্যে একটি বৈষম্য থাকলেও এখানে এটা নেই। নতুন রিপোর্টারদের সঠিক দিকনির্দেশনা দিতে ও তাদের সাহায্য করতে এই সংগঠনটির পথচলা শুরু হয়েছিলো। বর্তমানে সংগঠনটি তার কাজের পরিধি বাড়িয়ে দিয়েছে। আমরা ১২ মাসে প্রায় ৩৫টি অনুষ্ঠানের আয়োজন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও শিক্ষার্থীদের সাহায্য করে আসছি।’

বিজ্ঞাপন

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘ঢাকা রিপোর্টাস ইউনিটি সবসময় সাংবাদিকদের পাশে ছিল। সাগর-রুনি হত্যার পর এই সংগঠন নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছিলো। এই হত্যার বিচারের দাবিতে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।’

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রিপোর্টারদের পেশাগত উন্নয়ন, অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠা করা হয়। ৯২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটির বর্তমান সদস্য ১ হাজার ৮০০ জন। আজ সংগঠনটির দুই যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

সকাল এগারোটায় সংগঠনটির সদস্যরা পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন। এরপর সাড়ে এগারোটায় ডিআরইউ কার্যালয় থেকে বর্ণাঢ্য এক আনন্দ র‍্যালি বের হয়ে সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে।

বিকেল চারটায় সংগঠনটির দুই যুগ পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করে সংগঠনটি। এরপর ২৪ বছর পূর্তি উপলক্ষে ২৪ পাউন্ডের একটি কেক কাটার পর ইফতার আয়োজন শুরু হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শাহজাহান সর্দার, বিএনপির সহসভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শামিউল আহসান দীপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য আব্দুস সামাদ, রাজনীতিবিদ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সারাবাংলা/ওএম/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর