চকবাজারে র্যাবের অভিযানে ১০ কোটি টাকার নকল প্রসাধনী জব্দ
২৬ মে ২০১৯ ২৩:৪৮
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় নকল প্রসাধনীর কারখানা, গোডাউন ও দোকানে টানা ২১ ঘণ্টা অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১০ কোটি টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। সেই সঙ্গে জড়িতদের কাছ থেকে ১ কোটি ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৬ মে) সন্ধ্যায় সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, র্যাব-১০ এর সদস্যদের সহায়তায় শনিবার সকাল দশটা থেকে রোববার সকাল সাতটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত ১০ কোটি টাকার নকল কসমেটিকস ধ্বংস করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২১ ঘণ্টার নিরবিচ্ছিন্ন অভিযান চালানো হয়েছে নকল কসমেটিকসের কারখানায়। অভিযানে ৬ জনকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ১ কোটি ২২ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।’
অভিযানে ১৬ টি দোকান, গোভাউন ও কারখানা বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস ধবংস করা হয় বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এমও