Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ বিভাগ ও এনবিআর কর্মকর্তাদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী


২৭ মে ২০১৯ ০৭:৩২

ঢাকা: বাজেট প্রস্তুতকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ঐকান্তিক কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মে) গণভবনে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে এই ধন্যবাদ জানান তিনি।

গণভবনের ব্যানক্যুইট হলে আয়োজিত ইফতারে প্রধানমন্ত্রী অতিথিদের জন্য বসানো বিভিন্ন টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

এসময় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের আকার প্রতিবছর বাড়ছে। এবারও তা বাড়বে। তিনি বাজেট প্রস্তুতকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের এ ক্ষেত্রে ঐকান্তিক কাজের জন্য ধন্যবাদ জানান।

এছাড়া দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, এনবিআর চেয়ার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার ও তথ্য সচিব আবদুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এসএমএন

এনবিআর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর