Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু


২৭ মে ২০১৯ ০৮:৩৯ | আপডেট: ২৭ মে ২০১৯ ১০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৃথক ৩টি বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আর ৭ জন। স্থানীয় সময় রোববার (২৬ মে) বিকেলে এই সিরিজ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। তবে একজন পুলিশ অফিসার রয়টার্সকে জানান, মাওবাদীদের বিচ্ছিন্ন কোনো গ্রুপ এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। বিস্ফোরণস্থলে তাদের লিফলেট পড়ে ছিল।

গোবিন্দ ভান্ডারি (১৭) নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ভয়াবহ শব্দ শুনে ছুটে যাই। হামলায় দালানের দেয়াল চূর্ণ হয়ে গেছে।

নিহত চার জনের মধ্যে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে এ ধরনের বিস্ফোরণে নেপালে ১ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/এনএইচ

নেপাল বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর