Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমো কুস্তি দেখতে গ্যালারিতে ডোনাল্ড ট্রাম্প


২৭ মে ২০১৯ ১১:১৩

জাপানে চার দিনের সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে ট্রাম্পের বাদ গেল না জাপানের ঐতিহ্যবাহী সুমো কুস্তি দেখা। স্ত্রী মেলেনিয়া ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’কে সঙ্গে নিয়ে টোকিওর ‘দ্য সামার গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট’ উপভোগ করলেন তিনি। সুমো উপভোগকে ট্রাম্প অসাধারণ সন্ধ্যা হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া, প্রতিযোগিতায় বিজয়ীর হাতে ট্রফিও তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সুমো প্রতিযোগীদের ‘গ্রেট অ্যাথলেট’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/এনএইচ

 

 

জাপান ডোনাল্ড ট্রাম্প সুমো কুস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর