বাংলাদেশেই চোখের ফলোআপ করালেন প্রধানমন্ত্রী
২৭ মে ২০১৯ ১৩:২৮
ঢাকা: লন্ডনে চোখের অপারেশনের ফলোআপ রাজধানীর দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ মে) সকালে ধানমন্ডির সোবহানবাগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকের কাছে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষার পর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও চশমা দেন। এ সময় ডা. দ্বীন মোহাম্মদ সারাবাংলাকে বলেন, ‘অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেছি। তাকে নতুন চশমা দিয়েছি, গ্লুকোমা পরীক্ষা করেছি।’
চোখ পরীক্ষা করাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশংসা করেন। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতির সমাহার দেখে প্রশংসা করেন এবং বলেন, বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও ডা. শেখ মোহাম্মদ হোসেন।
এর আগে গত ১৯ এপ্রিল চোখের সমস্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। সেদিন চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। সে অনুযায়ী গত ১ মে লন্ডনে ১০ দিনের সফরে গিয়ে চোখের চিকিৎসা করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডন সফরে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ও দলের সহযোগী সংগঠনগুলোর আয়োজনে লন্ডনের তাজ হোটেলে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী জানান, দেশের ডাক্তাররা মনস্তাত্ত্বিক কারণে ঝুঁকি নিতে রাজি না হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে চোখের অস্ত্রোপচার করতে পারেননি। এর আগে ২০১৫ সালের জুন মাসে লন্ডনে ছয় দিনের ব্যক্তিগত সফরে চোখের চিকিৎসা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নিয়েছেন। এ বছর ১৯ এপ্রিলের আগে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। সেদিনও সাধারণ রোগীদের মতোই লাইনে দাঁড়িয়ে কাউন্টারে নাম নিবন্ধন করেন। এরপর ৫ টাকার টিকিট সংগ্রহ করে চোখ, নাক, কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান শেখ হাসিনা।
সারাবাংলা/এনআর/জেএএম