জাপানি সম্রাটের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ ট্রাম্পের
২৭ মে ২০১৯ ১৬:৫৩
প্রথম বিদেশি নেতা হিসেবে জাপানি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৬ মে) টোকিওতে অবস্থিত সম্রাটের বাসভবন ইমপেরিয়াল প্যালাসে ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডিকে নিমন্ত্রণ জানান নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো। খবর বিবিসির।
চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন ট্রাম্প। এই সফরের মধ্যেই রাজ পরিবারের নিমন্ত্রণ পান তিনি ও মেলানিয়া। তিনি জানিয়েছেন, সম্রাটের সঙ্গে সাক্ষাৎ তার জন্য অত্যন্ত সম্মানের ছিল।
উল্লেখ্য, এপ্রিল মাসে অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেন জাপানের সাবেক সম্রাট ও নারুহিতোর বাবা আকিহিতো। বাবার পদত্যাগের পর চলতি মাসে সিংহাসনে আরোহণ করেন নারুহিতো। বিগত কয়েকশ’ বছরের আকিহিতোই প্রথম জাপানি সম্রাট, যিনি নিজ থেকে সম্রাটের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
আকিহিতোর পদ ছাড়া প্রসঙ্গ টেনে ট্রাম্প রোববার বলেন, ২০০ বছরেরও বেশি সময় পর এমন কিছু ঘটলো। নতুন সম্রাটের কাছে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে পারা আমার জন্য খুবই সম্মানের।
রোববার জাপানি গার্ড অব অনার দিয়ে মেলানিয়া ও ট্রাম্পকে প্রাসাদে স্বাগত জানানো হয়। প্রাসাদে প্রবেশের সময় তাদের স্বাগত জানান সম্রাট ও সম্রাজ্ঞী। এসময় মাথা নত করে উভয়কে সম্মান জানিয়েছেন ট্রাম্প। রাতের বেলা প্রাসাদে তাদের খাবার খাওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/আরএ