ঈশ্বরদীতে সাকিব হত্যা মামলায় মামী-মামাতো ভাই গ্রেফতার
২৮ মে ২০১৯ ১১:০৪
ঈশ্বরদী: পাবনার ঈশ্বদীতে সাকিব নামে একজনকে হত্যার ঘটনায় তার মামী ও মামাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ মে) ভোরবেলায় পুলিশের অভিযানে অরনকোলা এলাকা থেকে গ্রেফতার করা হয় চকনারিচা বাগবাড়ীয়া গ্রামের মিলন আলীর স্ত্রী বিলকিছ আক্তার বানু (৩৮) ও তার ছেলে বিল্পব হোসেন (১৮) কে।
সন্ধ্যায় ঈশ্বরদী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।
ওসি জানান, গত শনিবার (২৫ মে) ঈশ্বরদী উপজেলার চকনারিচা বাগবাড়িয়া এলাকা থেকে সাকিব (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় নিহত সাকিবের মামী বিলকিছ আক্তার বানু ও তার ছেলে বিল্পব হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেন বলে জানান ওসি।
ব্রিফিংয়ে জানানো হয়, মা-ছেলে সাকিব হত্যার কথা স্বীকার করেছেন। তাদের দাবি, নিহত সাকিব প্রায়ই তার মামী বিলকিছ আক্তার বানুকে অনৈতিক কাজ করার প্রস্তাব দিত। গত ২৫ মে রাতে সাকিবের সঙ্গে বিলকিস বানুর ধস্তাধস্তি হয়। এসময় বিলকিছ তার ছেলে বিপ্লবকে ডাক দেন। বিপ্লব বিষয়টি বুঝতে পেরে আরও কয়েকজনকে নিয়ে আসেন এবং সবাই মিলে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পাশের একটি বাগানে ফেলে চলে যায়।
ওসি বলেন, এই হত্যাকাণ্ডে আরও যারা জড়িত ছিলেন তাদের গ্রেফতারে অভিযান চলছে।
সারাবাংলা/এসএমএন