২০ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতের চরণ সিং
২৮ মে ২০১৯ ১৪:১১
হিলি: অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের দায়ে পাঁচ মাস কারাভোগের পর নিজ দেশে ফিরেছেন ভারতীয় নাগরিক শ্রী চরণ সিংহ।
মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চরণ সিংহকে ভারতে ফেরত পাঠায় বাংলাদেশ হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। হিলি চেকপোস্টের জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফ এর কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ২০ মাস আগে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি তাকে আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাকে পাঁচ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ডের মেয়াদ শেষ হলে দু-দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে সে দেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চরণ সিংহ ভারতের উত্তর প্রদেশের বারলী জেলার শাহী তেশীল মীরগঞ্জ থানার বাসাই গ্রামের রাম সরুপের ছেলে।
সারাবাংলা/এসএমএন