Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি’র মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ তথ্যমন্ত্রীর


২৮ মে ২০১৯ ১৬:৫৬

ঢাকা: নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আজ থেকে সাড়ে ৪ বছর পর যথাসময়ে নির্বাচন হবে। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘গত দুই নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে বিএনপি যোজন যোজন দূরে সরে গেছে। অনুরোধ জানাব, সাড়ে ৪ বছর আপনাদের (বিএনপি) দলকে সংগঠিত করুন। বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে সাজাপ্রাপ্ত তাদেরকে নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে।’

তিনি বলেন, অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে, উন্নয়ন অগ্রগতির স্বার্থে রাজনীতি করুন। অবশ্যই আপনারা সমালোচনা করবেন, সংসদে ও রাজপথে। আমরা চাই আপনারা সমালোচনা করুন। সমালোচনা কাজকে পরিশুদ্ধ করে। দয়া করে সমালোচনার নামে রাজনীতি করবেন না।

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ন্যায়-নিষ্ঠা থাকলে কারাগারে যেতে হতো না। এতিমের টাকা আত্মসাৎ না করলে তার বিরুদ্ধে মামলাই হতো না।

আয়োজক সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

তথ্যমন্ত্রী নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর