ঢাকা: ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস রাখার কারণে রাজধানীর বেইলি রোডের কেএফসি রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে নিরাপদ খাদ্য অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘কেএফসি রেস্টুরেন্টের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি একটি আমলযোগ্য অপরাধ। এ কারণে কেএফসিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের সতর্কও করেও দেওয়া হয়েছে।’
এর আগে, সকালে শান্তিনগর বাজার ঘুরে আদালত নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সেখানে এসব নিষিদ্ধ পণ্য পাওয়া না গেলেও ৫২ পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সারাবাংলা/ইউজে/এসএইচ/এমও