Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: বস্ত্র ও পাটমন্ত্রী


২৮ মে ২০১৯ ১৮:২৫

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বাংলাদেশ আজ আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা একই সাথে এগিয়ে যাচ্ছে।’

মঙ্গলবার (২৮ মে) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার দেশের উন্নয়নের যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার সুফল পাচ্ছে জনগণ।’

গোলাম দস্তগীর গাজী বলেন, আমরা যদি সব সেক্টরে অগ্রগতি লাভ করতে পারি তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, তেমনি দ্রুত উন্নত দেশের কাতারে গিয়ে দাঁড়াবে। বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য করে বাংলাদেশকে অনুসরণ করছে।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে।

সারাবাংলা/এমএইচ

নারায়ণগঞ্জ-১ বস্ত্র ও পাটমন্ত্রী বাজেট আলোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর