কর্ণফুলী দূষণের অপরাধে লাখ টাকা জরিমানা
২৮ মে ২০১৯ ১৮:৩৭
চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী নদী দূষণের দায়ে একটি ওয়াশিং কারখানাকে এক লাখ আট হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২৮ মে) নদী দূষণের ওপর শুনানি শেষে পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) আজাদুর রহমান মল্লিক এই আদেশ দেন।
চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় ইনোভেশন প্লাস ওয়াশিং ইন্ডাস্ট্রিজে গত ২৬ মে অভিযান চালায় পরিবেশ অধিদফতর মহানগর শাখার একটি টিম।
অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) সংযুক্তা দাশগুপ্তা সারাবাংলাকে জানান, অভিযানে কারখানটিতে কোনো ইটিপি পাওয়া যায়নি। অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলার প্রমাণ পাওয়া গেছে। এরপর ২৮ মে (মঙ্গলবার) তাদের পরিবেশ অধিদফতরে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কারখানার প্রতিনিধি হাজিরের পর শুনানি শেষে তাদের এক লাখ আট হাজার টাকা জরিমানা করা হয়।
সংযুক্তা আরও জানান, কর্ণফুলী নদী দূষণের অপরাধে এর আগেও কারখানাটিকে এক লাখ ১৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছিল। সেই জরিমানাও পরিশোধ করেনি কারখানাটি। আগের বকেয়াসহ কারখানাটিকে ২ লাখ ২৭ হাজার ৮০০ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/আরডি/এমও