Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী


২৮ মে ২০১৯ ২০:৫২ | আপডেট: ২৮ মে ২০১৯ ২০:৫৫

নারায়ণগ‌ঞ্জ: জঙ্গি ও মাদক বিক্রেতা থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি বলেন, ‘আর কয়েকদিন পরই মুসলমানদের ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরকে ঘিরে জঙ্গি ও মাদক ব্যবসায়ীরা দেশের কোথাও যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

মঙ্গলবার (২৮ মে) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার গোলাকান্দাইল এলাকায় গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহ‌ফি‌লে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জঙ্গিরা দেশ ও ইসলামের শত্রু উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, জঙ্গিরা শুধু দেশ ও ইসলামের শত্রুই নয়; তারা মানবতারও শত্রু। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। দেশের কোথাও জঙ্গি অথবা মাদক ব্যবসায়ীদের দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। আওয়ামী লীগ সরকার জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করছে।’

গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্তার চৌধুরী, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস্য আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লীগের সভাপতি তপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আলমগীল হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বস্ত্র ওপাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী মাদক ও জঙ্গিবাদ