Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ২ ভাইয়ের


২৮ মে ২০১৯ ২২:১২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রামগতিতে বড়খেরী এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই কিশোরের মৃত্যু নিহত হয়েছে। তার সম্পর্কে চাচাতো ভাই। মঙ্গলবার (২৮ মে) দুপুরে বড়খেরী এলাকার বদুমিয়ার বাড়ির কলোনীতে এই দুর্ঘটনা ঘটে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো- সুমন হোসেন (১৭) ও নাহিদ আলম (১৫)। নিহত সুমন মৃত সেলিম হোসেনের ছেলে ও  নাহিদ আলমগীর হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দুপুরে ঘরের চালার ওপর থেকে গাছের পাতা সরানোর কাজ করছিল সুমন ও নাহিদ। পল্লী বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়ে ছিল ঘরের চালের ওপর।  ওই তারে জড়িয়ে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রামগতি বাজারে কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরের চালার ওপর ছিঁড়ে পরা তারে জড়িয়ে দুইজন নিহত হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এমএইচ

বিদ্যুতের লাইন টানতে বাধা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর