Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সৎ ছেলেকে হত্যার দায়ে এক ব্যক্তি আটক


২৯ মে ২০১৯ ১৪:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরে ৮ বছরের শিশু রিফাতের গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের দ্বিতীয় স্বামী মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মদ আলীকে আটকও করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে তাদের কাছে মনে হয়েছে। তিনি জানান, সদরের একডালা এলাকার মোহাম্মদ আলী তার সৎ ছেলে রিফাতকে বেড়ানোর কথা বলে পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় নিয়ে যান। পরে সেখানেই গলা কেটে শিশুটিকে হত্যা করে বলে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যেহেতু হত্যার ঘটনাস্থল পুঁঠিয়া, তাই এ বিষয়ে মামলা চালাবে ওই থানা পুলিশ। তবে মোহাম্মদ আলীকে নাটোর সদর থানায় আটক রাখা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

শিশুহত্যা সৎ বাবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর