রাজধানীতে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
৩১ জানুয়ারি ২০১৮ ০৮:৩৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:৩৭
মেডিকেল করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর কদমতলীর তুষারধারা এলাকায় সাড়ে ৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহীম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস জানান, কদমতলী তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকে শিশুটি। সোমবার সন্ধ্যায় ওই বাসার দারোয়ান ইব্রাহীম (৬০) শিশুটিকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে।
পরে শিশুটি বাসায় গিয়ে বিষয়টি কাউকে জানায়নি। মঙ্গলবার শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। এরপর শিশুটির পরিবার কদমতলী থানায় গিয়ে অভিযোগ করেন।
এসআই আরও জানান, শিশুটির পরিবারের অভিযোগের পর দারোয়ান ইব্রাহীমকে আটক করা হয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এসএসআর/টিএম