Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকেই বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা দিলেন জিএম সিরাজ


২৯ মে ২০১৯ ১৪:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

বুধবার (২৯ মে) দুপুরে বগুড়ার সূত্রাপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, ‘গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হওয়ায় বগুড়া-৬ (সদর)  সংসদীয় আসনে দলের সিদ্ধান্ত অনুয়ায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয় এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তিতে দলের রাজনৈতিক ও ব্যক্তিগত কৌশলগত কারণে তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়। এরপর দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমি বগুড়া সদর আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করি এবং ২৭ মে নির্বাচন কমিশনে তা বৈধ বলে গৃহীত হয়।’

বিজ্ঞাপন

মনোনয়ন পত্র গৃহীত হওয়ার পর দলের নীতি নির্ধারক পর্যায় থেকে দলীয় প্রতীক গ্রহণের আহ্বান জানানো হয়েছে জানিয়ে এই নেতা বলেন, ‘ফলে আমিই বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছি।’

বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রভাবশালী সদস্য হেলালুজ্জামান লালুর বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, রেজাউল করিম বাদশাসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

জিএম সিরাজ বগুড়া-৬ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর