Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনা অ্যাক্টিং করে শ্যুট করা হয়েছিল’


২৯ মে ২০১৯ ১৫:৩৯

ঢাকা: ধানের ন্যায্য দাম না পেয়ে টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় কৃষকের ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনাকে সাজানো নাটকের সঙ্গে তুলনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘ধান ক্ষেতের এক কোনায় একটু করে আগুন দিয়েছে, আগুন দিয়ে সেটার আবার ছবি তুলেছে। আবার ছবি কিভাবে তুললে সেটা ভালো ফোকাস হবে, সেটার জন্য আরেকজন নির্দেশনা দিচ্ছে। এখানে তারিন আছে, এসডি রুবেল আছে— ওরা যেভাবে অ্যাক্টিং করে, নওশাবা যেভাবে অ্যাক্টিং করেছিল, সেভাবে অ্যাক্টিং করে ভিডিও শ্যুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বুধবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বরেণ্য সংগীত শিল্পী সুবির নন্দী’র স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে দেখলাম, ভারতের কৃষকের ছবি বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। আবার আরেকদিন পত্রিকায় দেখলাম, দুই সন্তানকে লিচু কিনে দিতে পারেনি বলে সন্তানদের হত্যা করেছে বাবা। পরে অনুসন্ধান করে জানা গেছে, বাবাটি অপ্রকৃতস্থ ছিল। তাই কোনো সংবাদ পরিবেশনের আগে সমাজে এর ফলাফল কী হতে পারে, সেটা বিবেচনা করে তবেই সংবাদ পরিবেশন করা উচিত।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও কিছু পত্রিকা এভাবে অপপ্রচার চালিয়েছিল উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। তার সময়েও পত্রপত্রিকায় কিছু অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছিল। যেমন বাসন্তীকে জাল পরিয়ে ছবি তুলে সেটা পত্রিকায় ছাপিয়ে বলা হয়েছিল, কাপড়ের অভাবে জাল পরে আছে এ দেশের মেয়েরা। পরে জানা গেছে, বাসন্তী অপ্রকৃতস্থ ছিল। তাকে এটা গায়ে দেওয়ার জন্য প্ররোচিত করে ছবি তোলা হয়েছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে।’

বিজ্ঞাপন

কৃষকদের ধানের দাম ও সংকট সমাধান করার পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই সরকারের আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সাম্প্রতিক সংকট নিরসনে সরকার ধান রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে, আমদানির ওপর শুল্ক আরোপ করা হয়েছে। মনিটরিংয়ের মাধ্যমে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে। কিন্তু এখনও সরকারবিরোধীরা মিটিং, মিছিল, সমাবেশে সরকারকে বেকায়দায় ফেলতে এ বিষয়ে সমালোচনা করে যাচ্ছে। আমি বলতে চাই, সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু সেটা অন্ধের মতো নয়। মানুষকে বিভ্রান্ত ও মিথ্যা তথ্য দিয়ে সমালোচনা করা বন্ধ করুন।’

অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘গত দুই-তিন বছরে দেশে বাম্পার ফলন হয়েছে। অন্যদিকে, খাদ্যাভাসের পরিবর্তনের ফলে চালের চাহিদাও কমে গেছে। তাছাড়া সরকারিভাবে চাল রফতানি করা অনেক দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়, হাইকমিশনে ধরনা দিতে হয়। তাই সামগ্রিক সংকট মোকাবিলায় মিল মালিক ও বাণিজ্যিকভাবে চাল রফতানি করতে আগ্রহীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে তবেই রফতানির সুযোগ করে দেওয়া উচিত। তাছাড়া আমাদের স্থায়ী রফতানি বাজারও খুঁজে বের করতে হবে।’

সুবীর নন্দীকে শ্রদ্ধা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী মৌ, শিল্পী রফিকুল আলম, দিনাত জাহান মুন্নী, এসডি রুবেলসহ অন্যরা।

সুবীর নন্দীর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সুবীর নন্দী তার গাওয়া আড়াই হাজার গানের মাধ্যমে বেঁচে থাকবে সবসময়। তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, গানের সংগ্রাহকও ছিলেন। তিনি উপমহাদেশের বিভিন্ন মৌলিক গানগুলো সংগ্রহ করতেন। জীবিত অবস্থাতেই শিল্পীরা যেন সম্মাননা ও কাজের মর্যাদা পান, বক্তারা অনুষ্ঠানে সে আহ্বান জানান।

সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তিনি শুধু একজন কালজয়ী শিল্পী ছিলেন না, তিনি ব্যক্তিজীবনেও অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। সংগীতের প্রতি যে নিবেদন ছিল, তা অসামান্য।

প্রধানমন্ত্রী সবসময় শিল্পীদের পাশে আছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংস্কৃতিক পরিবারের মানুষ। তাই কোনো শিল্পী অসুস্থ হলে দলমত চিন্তা না করে তিনি সবসময় এগিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও তিনি আগিয়ে আসবেন। তরুণদের বিপথগামী হওয়া থেকে বিরত থাকতে সংস্কৃতি চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/ওএম/টিআর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ধানক্ষেতে আগুন নাটক সুবীর নন্দী

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর