Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট আইন বাস্তবায়ন হলেও করের বোঝা বাড়বে না: এনবিআর চেয়ারম্যান


২৯ মে ২০১৯ ১৫:০১

ঢাকা: আগামী বাজেটে ভ্যাট আইন বাস্তবায়ন হলেও তাতে করের বোঝা বাড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘আগামী বাজেটে ভ্যাট আইন এমনভাবে বাস্তবায়ন করবো যাতে জনগণের ওপর কোন বোঝা না হয়। ব্যবসায়ীদের ওপরতো নাই… ই।’

বুধবার (২৯ মে) রাজধানীর সিদ্ধেশ্বরীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার হলে ‘বাজেট বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১২ সালের ভ্যাট আইন এবার কিছুটা সংশোধন করে বাস্তবায়ন করা হচ্ছে। ১৫, ১০, ৭ এবং ৫ শতাংশ হারসহ বেশ কয়েকটি রেইটে আগামী অর্থবছর থেকে ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমরা যাতে সঠিকভাবে ভ্যাট আদায় করতে পারি সেজন্য ইলেকট্রনিক মেশিন ডিভাইস আনার বিষয়টি প্রকিউরমেন্ট পর্যায়ে রয়েছে। হয়ত জুন মাসের আগে সবাইকে মেশিন দিতে পারবো এমন কোনো কথা নেই। তবে, আস্তে-ধীরে জুন মাসের জায়গায় হয়ত আরো তিন মাস বা ছয় মাস লাগবে। এইগুলো সুষ্ঠুভাবে ব্যবহার করে অটোমেশন সম্পন্ন করা গেলে ভ্যাট আদায় সহজ হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ের একটা টেকসই প্রবৃদ্ধি থাকা উচিত। যেমন, এই বছর যে রাজস্ব আদায় হবে তা আগামী বছর আরো বাড়বে। আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে আরো শক্তিশালী করার চেষ্টা করছি। একইসাথে আমরা করের ওপর গুরুত্ব বেশি দিচ্ছি। অর্থ্যাৎ যারা কর দেওয়ার যোগ্য তারা কর দেবেন। আমাদের দেশে করের পরিমাণ এখনো বেশি না। আমরা এটা বাড়ানোর চেষ্টা করছি। কর আদায় কম হলেও আমাদের ব্যর্থতা বলা যাবে না। কারণ, করের আওতা বাড়ানো দরকার। একই ব্যক্তির কাছে বারবার কর চাওয়া যাবে না।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘ব্যবসায়ীরা সব সময় বলেন আমাদের কাছ থেকে বেশি ভ্যাট নিচ্ছে। আসলে ব্যবসায়ীরাতো ভ্যাট দেয় না। ভ্যাট জনগণ দেয়। ব্যবসায়ীরা মনে করে, দিস ইজ অলসো পার্ট অফ মাই প্রোফিট। তারা সবটা দিতে চায়না। মনে করে সবটা দিলে তাদের প্রোফিট কমে যাবে।’

তিনি বলেন, বিদেশ থেকে মালামাল আনা নেওয়ার সময় এনবিআর ট্যাক্সের ক্ষেত্রে কড়াকড়ি করে, তখন ব্যবসায়ীরা বলে আমাদের এত বেশি শুল্ক দিয়ে আমাদানি করে লাভ হয় না। তারা ১০ লাখ টাকার শুল্ক কায়দা কানুন করে ৫ লাখ কিংবা তিন লাখ টাকা দিয়ে কম শুল্ক দিয়ে মালামাল আনতে চায়।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের দেশের ব্যবসায়ীরা মনে করে অল্পদিনে ব্যবসা করে আমরা যদি বাড়ি গাড়ির মালিক হতে না পারি তাহলে কিসের ব্যবসায়ী হলাম? এক সময় পাকিস্তান আমলে দেখা যেত একটি সাবানে ১০ পয়সা লাভ করতো। এখন ব্যবসায়ীরা বেশি লাভ করতে চায়। গার্মেন্টস ব্যবসা যখন দেশে শুরু হয় তখন অনেক ব্যবসায়ী একটি গার্মেন্টস শুরু করার এক বছরের মাথায় আরেকটি বড় গার্মেন্টস করেছে। পাকিস্তান আমলে ব্যবসায়ীরা এত লাভ করতো না।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ১৩ জুনের আগ পর্যন্ত বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড সংক্রান্ত সব কিছু গোপনীয় রাখা হবে। সাংবাদিকদের উচিত অর্থনীতির ক্ষতি হয় এমন কোনো সংবাদ বাজেট ঘোষণার আগে প্রকাশ না করা। আগামী ১৩ জুন বাজেট পেশ করার পর সাংবাদিকরা বিভিন্ন বিষয় ভিত্তিক তথ্য প্রমাণসহ সুপারিশ করে সমালোচনা করে প্রতিবেদন তৈরি করতে পারে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতের বরাদ্দ কম বেশি হয়েছে, অথবা জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স ধার্য্যকরণ, বন্ড নীতির পরিবর্তন, ভ্যাট নীতির পরিবর্তন, কর নীতির পরিবর্তন এসব বিষয়ে খোলামেলা কথা বলতে পারেন। এসব প্রতিবেদনের আলোকে ৩০ জুন বাজেট পাসের সময় কম বেশি পরিবর্তন করার সুযোগ রয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে তিনদিনের কর্মশালার আয়োজন করে। প্রথম দিনের কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন এনবিআর সদস্য কানন কুমার রায়, প্রথম আলোর স্পেশাল নিউজ এডিটর শওকত হোসেন মাসুম, দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর যুগ্ম সম্পাদক শামসুল হক বসুনিয়া। পিআইবি‘র মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

সারাবাংলা/জিএস/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর