হেরোইন উদ্ধার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
২৯ মে ২০১৯ ১৫:৩৩
ঢাকা: রাজধানীর কদমতলীর ঋষিপাড়া এলাকায় থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় সোহেল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ মে) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছ, আসামি সোহেল পিরোজপুর জেলার কাউয়াখালী থানার কাউখালী দক্ষিণ বাজারের মৃত খলিলুর রহমানের ছেলে।
এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সোহেল। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ২৮ জুন পুলিশ গোপনীয় সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর কদমতলী থানার ঋষিপাড়া রোড এলাকায় নাজমুন নেত্রীর বাড়ির সামনে রাস্তার ওপর একজন হেরোইন বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধরে দেহ তল্লাশী করে প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে প্যাঁচানো অবস্থায় ৮০ গ্রাম পুরিয়া হেরোইন উদ্ধার করে।
ওই ঘটনায় কদমতলী থানার এসআই প্রদীপ কুমার কুণ্ডু মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ৩১ জুলাই মামলাটি তদন্ত করে ওই থানার এসআই শ্রী বিনয় কুমার রায় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছরের ১৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আদালত চার্জশিটভুক্ত আট জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
সারাবাংলা/এআই/এমআই