ক্রেতাবেশে পোশাকের দোকানে চুরি, আটক ৫
২৯ মে ২০১৯ ১৫:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক নারীসহ পাঁচ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। ঈদের কেনাকাটার ভিড় লেগে থাকা বিপণী বিতানের বিভিন্ন দোকানে ক্রেতাবেশে ঢুকে তারা পোশাক চুরি করে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মে) গভীর রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদের আটক হয়।
গ্রেফতার হওয়া পাঁচজন হল- তাছলিমা বেগম (৫৫), আবুল বশর (৩২), আরিফ হোসেন (৩২), শাহীন (৩৬) ও বাচ্চু মিয়া (৩২)।
তাদের কাছ থেকে শার্ট, জিনসের প্যান্ট, পাঞ্জাবিসহ দুই বস্তা চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।
ওসি নেজাম বলেন, ‘তাছলিমাসহ তিনজন বিভিন্ন মার্কেটে কাপড়ের দোকানে ঢোকে। পোশাক পছন্দ ও দরদামের একপর্যায়ে সুযোগ বুঝে তাছলিমা কিছু পোশাক বোরকার মধ্যে নিয়ে ফেলে। তারপর দাম ঠিক হয়নি কিংবা পোশাক পছন্দ হয়নি এমন অজুহাত তুলে দোকান থেকে সরে পড়ে।’
গোপন সংবাদের ভিত্তিতে আটকের পর তারা নগরীর বিভিন্ন বিপণী বিতান ছাড়াও জেলার বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া উপজেলা সদরেও একই কায়দায় চুরি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি।
গত ৮ থেকে ১০ বছর ধরে প্রতি রমজানে তারা একই কায়দায় চুরি করার কথাও স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এমআই