Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় হুন্দাই


২৯ মে ২০১৯ ১৬:০৫

ঢাকা: বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কোরিয়ার হুন্দাই গ্রুপ। বুধবার (২৯ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে হুন্দাইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার চ্যাং জিন লা এ কথা জানিয়েছেন।

এদিন গ্রুপটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বেজা কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

তারা জানান, মহেশখালীতে এসপিসিএল, এস কে গ্যাস এবং মাতারবাড়িতে জাপানের বিনিয়োগের বিষয়টি তারা লক্ষ্য করেছেন। যে কারণে হুন্দাই গ্রুপ এই অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে।

চ্যাং জিন লা বেজাকে জানান, বাংলাদেশে শিল্প বিপ্লব গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে বেজার এই নিরলস প্রচেষ্টার সঙ্গে তারা একাত্ম হতে চান। বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতিতে তারা ভূমিকা রাখতে চান।

তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে এই অঞ্চলে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছে হুন্দাই। কিছুদিনের মধ্যে আরও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। এ বিষয়ে তারা বেজার সার্বিক সহযোগিতা কামনা করেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সমস্ত বিনিয়োগকে বেজা সমান দৃষ্টিতে দেখে। বিনিয়োগ সফল হওয়া পর্যন্ত হুন্দাই গ্রুপকে সব ধরনের সহযোগিতা দেবে বেজা।

সারাবাংলা/এটি

বিদ্যুৎ ও জ্বালানি খাত বেজা হুন্দাই গ্রুপ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর