Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঈদে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি যেতে পারবে’


২৯ মে ২০১৯ ১৬:০৭

মানিকগঞ্জ: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,‘ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ঘাটগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। এবারের ঈদে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি যেতে এবং ফিরে আসতে পারবে।’

বুধবার (২৯ মে) সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,‘নৌপথগুলো সচল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌপথ ছাড়া মহাসড়কও যেন যানজট মুক্ত থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের সহযোগীতায় এবারের ঈদ যাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হবে।’

তিনি বলেন,‘নির্বাচনি ইশতেহারে আমরা ১০ হাজার কিলোমিটার নৌ-পথ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আগামীতে নৌপথগুলো দিয়ে সহজভাবে যাতায়াতের জন্য বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, বিআইডব্লিউটিসির ডিজিএম আজমল হোসেন উপস্থিত ছিলেন।

পরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ফেরিতে করে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট পরিদর্শনে যান।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিকভাবে ১৬টি ফেরি চলাচল করলেও ঈদ উপলক্ষে ফেরির সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিদর্শন পাটুরিয়া ঘাট মানিকগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর