ইসলাম ধর্মের বইয়ের পাতা মুড়িয়ে ওষুধ বিক্রি, ক্ষুব্ধ পাকিস্তানিরা
২৯ মে ২০১৯ ১৭:৫৬
পাকিস্তানে ধর্মীয় বইয়ের পাতায় মোড়ানো প্যাকেটে ওষুধ বিক্রির কারণে এক হিন্দু পশু চিকিৎসকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। ইতোমধ্যে, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তিনি যাবজ্জীবন দণ্ড পাবেন। তবে ওই চিকিৎসক বলছেন, ভুলক্রমে তিনি এ কাজ করেছেন। খবর বিবিসির।
পাকিস্তানের সিনদাহ প্রদেশের মিরপুর খাসে ঘটেছে এই ঘটনা। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই এলাকায় হিন্দুদের দোকান লুট করছে ও পুড়িয়ে দিচ্ছে। আন্দোলনকারীরা ওই পশু চিকিৎসকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাইছেন।
ধর্ম অবমাননা বিষয়ে পাকিস্তানে কঠিন শাস্তি রয়েছে। তবে অধিকাংশ-ক্ষেত্রে সংখ্যালঘুদের ঘায়েল করতে এই আইনের অপব্যবহার হয় বলে অভিযোগ রয়েছে।
এর আগে, নবীকে নিয়ে কটূক্তি ও ইসলাম অবমাননার অভিযোগে খ্রিস্টান নারী আসিয়া বিবির ফাঁসির দাবি উত্তাল হয় পাকিস্তান। তবে আদালত আসিয়া বিবিকে নির্দোষ বলে রায় দেন। আসিয়া বিবি জীবন বাঁচাতে সপরিবারে কানাডায় আশ্রয় নিয়েছেন।
সারাবাংলা/এনএইচ