গ্যাস উত্তোলনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩০ মে ২০১৯ ০০:৫১
বুধবার (২৯ মে) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী আবে শিনজোর কাছে এই সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। আবে শিনজো ও শেখ হাসিনা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন।
আরও পড়ুন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার চায় ঢাকা–টোকিও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ–জাপান দু’দেশের সম্পর্ককে স্ট্র্যাটিজিক লেভেলে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশে একটি ইনস্টিটিউট খোলা ও প্রশিক্ষিত দক্ষ জনশক্তি নেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবে শিনজো প্রধানমন্ত্রীর প্রস্তাব খুব ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব। এছাড়া মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবে শিনজো প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মো. নজরুল ইসলাম।
সারাবাংলা/আরএসও