Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারসোনা-আলভিরা বিউটি পার্লারকে ৯ লাখ টাকা জরিমানা


৩০ মে ২০১৯ ১৮:১৪

ঢাকা: রাজধানীর ধানমন্ডির জনপ্রিয় বিউট পার্লার পারসোনা ও আলভিরা নামের দুইটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ধানমন্ডি ২৭ এলাকায় ভেজাল ও নকল বিরোধী অভিযানে প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়। অভিযানে পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ এবং আলভিরা বিউটি পার্লারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- সংস্থাটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়া।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, আমদানিকারকের স্টিকার ছাড়াই বিশ্বের নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস ব্যবহার করার অপরাধে পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে আলভিরা বিউটি পার্লারকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর