ফারজানা শাকিল’স-পারসোনায় নকল প্রসাধনী, ৩০ লাখ টাকা জরিমানা
৩০ মে ২০১৯ ১৯:৩২
ঢাকা: নকল ও মেয়াদোর্ত্তীণ প্রসাধনী ব্যবহার করায় রাজধানীর গুলশান-১ এ ফারজানা শাকিল’স ও পারসোনা বিউটি পার্লারকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় বনানীর সাজাই বিউটি পার্লারকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত মেয়াদোত্তীর্ণ ও নকল কসমেটিক ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়। বিএসটিআই এর সদস্যদের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলম।
তিনি সারাবাংলাকে বলেন, “মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করায় গুলশানের পারসোনা ও ফারজানা শাকিল’স বিউটি পার্লারকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় একই অপরাধে বনানীর সাজাই বিউটি পার্লারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
পারসোনা-আলভিরা বিউটি পার্লারকে ৯ লাখ টাকা জরিমানা
অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ প্রসাধনীও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে বিউটি পার্লারগুলোকেও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে যাতে একই অপরাধ পুনরাবৃত্তি না ঘটে বলেও জানান র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সারাবাংলা/এসএইচ/এমও
পারসোনা ফারজানা শাকিল বিউটি পার্লার ভ্রাম্যমাণ আদালত র্যাবের অভিযান