ঢাবির প্রশ্নফাঁসে আরও যাদের খুঁজছে সিআইডি
৩০ মে ২০১৯ ২০:১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত প্রশ্নফাঁস মামলার চার্জশিট তৈরি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে অভিযুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ মোট ১২৫ জনকে। এছাড়া প্রায় শতাধিক জালিয়াতির তথ্য যাচাইয়ের কাজ চলছে বলে সারাবাংলাকে জানিয়েছে সিআইডি সূত্র।
নাম-ঠিকানা সঠিক পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সম্পূরক চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।
যাদেরকে খোঁজা হচ্ছে তার হলো- কানিজ ফাতেমা, মারুফ হোসাইন সুজন, মিঠুন কর্মকার, ফারজানা আক্তার কলি, মাসুদ পারভেজ, শবনম হুমায়রা স্বপ্না, নাহিদা সুলতানা দীপা, ইমরান হোসাইন রিয়েল, ইশতিয়াক আমম্মেদ ইমন, মীর রাগিব আনিস, শাহরিয়ার সিফাত, আকলিমা আকতার, তানজিল, সজীব, আবিদ, মুরাদ, মেহেদী হাসান, মাহমুদ, ওমর, অনিক, তূর্য, শাওন, সাকলাইন হৃদয়, প্রিন্স, রিদিমা, আকাশ, অর্ঘ, মাইশা, নয়ন, নাসিফ নীল, নিউটন সজিব, ঐশি, সুমাইয়া আফরিন, আজাদ মহমুদ, সুমন, সেন্টু, যুগল, নাহিদ/নয়ন, ইমতিয়াজ, রাজু রাজন, আবদুল্লাহ রয়হান, বন্যা অনন্যা, হাসান, আলতাফ, মনির, পুলক, মাহিন, রাকিবুল হাসান রাব্বী, কামাল, নাহিদ, পার্থ, ইমন, শাহীন, সেরাজুল, কবির, সেফাউল, শিউলি, পারভিন, ইসতিয়াক, ইয়াসিন, হেদায়েত, মামুন, শফিক আহমেদ, নাহিদ, আশরাফল আলম অশ্রু, নেসার উদ্দিন লিমন, আলমগীর, ফারুখ, মিঠুন, আ. রহিম, জুলফিকার, জুয়েল, নীল মজুমদার, সোহেল, রনি, হাসান, হানিফ, লিংকন, জুলফিকার হাসান, শাকিল, মামুন, প্রিয়নাথ রায়, লিটন, সবুজ, নিউটন, নোমান সিদ্দিকী, রেজাউল, প্রনব, সোহাগ ও মিরাজ।
এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়েছে। ঈদের পর চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে। আরও প্রায় শতাধিক শিক্ষার্থীর ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।
সারাবাংলা/কেকে/এমআই