Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামাকের প্রচারণা: জাপান টোব্যাকোর বিরুদ্ধে মামলা করার দাবি


৩০ মে ২০১৯ ২১:১২

চট্টগ্রাম ব্যুরো: আইন লঙ্ঘন করে তামাকের প্রচারণা চালানোয় জাপান টোব্যাকোর বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছে তামাক বিরোধী চারটি বেসরকারি প্রতিষ্ঠান। একইসঙ্গে অবিলম্বে জাপান টোব্যাকোর বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধেরও দাবি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে চারটি প্রতিষ্ঠানের পক্ষে এসব দাবি তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিটা (বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস), কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ইপসা ও ইলমা।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাপান টোব্যাকো পত্রিকা, ওয়েবসাইট, ভ্যান, রোড শো, লিফলেট বিলির মাধ্যমে তামাকের প্রচারণা চালাচ্ছে। এটা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৫ নম্বর ধারার লঙ্ঘন। এই ধারায় যে কোনো ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ।

সাতদিনের জাপান টোব্যাকোর সকল বিজ্ঞাপন এবং লিফলেট প্রত্যাহার ও প্রচারণা বন্ধের দাবি জানিয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মামলা দায়েরের অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসককে।

তারা বলেছেন, জাপান টোবাকোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলবে।

সারাবাংলা/আরডি/এনএইচ

জাপান টোব্যাকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর